ইমরুল-সৌম্যর সেঞ্চুরিতে বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়

Bangladesh cricketer Soumya Sarkar (L) and Imrul Kays run between the wickets during the third one day international (ODI) cricket match between Bangladesh and Zimbabwe at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on October 26, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//
শন উইলিয়ামসের সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ইমরুল কায়েস ও সৌম্য সরকারের জোড়া সেঞ্চুরিতে সহজ জয়ে অতিথিদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্য ৪৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে মাশরাফির দল।
দারুণ এক সেঞ্চুরিতে দলকে জয়ের রেখে ফিরে যাওয়া ইমরুল কায়েস একটুর জন্য ভাঙতে পারেননি তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।
ওয়ানডেতে তৃতীয়বারের মতো একই ম্যাচে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান।
২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। গত বছর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কে যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
এবার জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করলেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস।
আগের ম্যাচে হঠাৎ এক বাজে শটে ৯০ রানে আউট হওয়া ইমরুল কায়েস এবার ঠাণ্ডা মাথায় তুলে নিয়েছেন সেঞ্চুরি। সিরিজে বাঁহাতি এই ওপেনারের দ্বিতীয়, ক্যারিয়ারের চতুর্থ।
ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়ে ফিরে গেছেন সৌম্য সরকার।
জিম্বাবুয়ের দুইশ ছুঁতে খেলতে হয়েছিল ৩৮তম ওভার পর্যন্ত, ২৮৭ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ দুইশ রানে গেছে ২৮তম ওভারে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৮৬/৫ (মাসাকাদজা ২, জুয়াও ০, টেইলর ৭৫, উইলিয়ামস ১২৯*, রাজা ৪০, মুর ২৮, চিগুম্বুরা ১*; আবু হায়দার ১/৩৯, সাইফ ১/৫১, আরিফুল ০/১৭, মাশরাফি ০/৫৬, সৌম্য ০/১৬, নাজমুল ২/৫৮, মাহমুদউল্লাহ ০/৪০)।
বাংলাদেশে;৪২.১ ওভারে ২৮৮/৩(ইমরুল ১১৫,সৌম্য ১১৭, লিটন ০, মুশফিকু ২৮, মিঠুন ৭),২ মাসাকাদজা একটি করে এবং জারভিস একটি উইকেট নেন।