শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হত্যার চেষ্টায় শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//
শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে হত্যার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে নালাখা ডি সিলভা নামের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।বৃহস্পতিবার শ্রীলংকা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, অপরাধ তদন্ত বিভাগ আজ নালাখা ডি সিলভা নামের এক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
তিনি আরো বলেন, শীর্ষ এই পুলিশ কর্মকর্তা কিছু জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং সাবেক প্রতিরক্ষা সচিবকে নিয়ে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিলেন।
এদিকে সিরিসেনা হত্যা চেষ্টার ঘটনায় ভারত-শ্রীলংকা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে পারে। ওই ঘটনা ঘটার পর একটি ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল সিরিসেনা হত্যার চেষ্টায় ভারতীয় গোয়েন্দাদের সম্পৃক্ততা রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লী।
একজন পুলিশ সন্ধানদাতা সংবাদ সম্মেলন আয়োজন করে সিলভার বিরুদ্ধে প্রথম অভিযোগ করে। সেই অভিযোগেই তাকে আটক করা হয়।সিলভাকে আগামী ৭ নভেম্বর আদালতে হাজির করা হবে। তদন্তকারী কর্মকর্তারা বলছে, তারা ওই পুলিশ সন্ধানদাতার মোবাইলের তথ্য খুঁজছে যেটি মুছে ফেলা হয়েছে। এ জন্য শ্রীলংকার আদালত মোবাইল কোম্পানি হুওয়াউই’র দ্বারস্থ হতে বলেছে। তবে বার্তা সংস্থা রয়টার্সকে হুওয়াউই মোবাইল নির্মাতা কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা শ্রীলংকার পক্ষ থেকে এখনো এমন কোন আবেদন পাননি।