আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ডিজে ব্রাভোর

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
২০০৪ সালে জর্জটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল ব্রাভোর। একদিনের ক্রিকেটে শেষবার তাকে দেখা গেছে ভারতের বিপক্ষে ২০১৪ সালের অক্টোবরে। আর শেষ টেস্ট খেলেছেন প্রায় ৮ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাভো সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে।প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্রিকেট ক্যারিয়ারে ৩৫ বছর বয়সী অলরাউন্ডার খেলেছেন ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি। ব্রাভো অবসরের কথা নিশ্চিত করে বলেন, ‘আজ ক্রিকেট বিশ্বকে নিশ্চিত করছি যে, আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে আমি অবসর নিচ্ছি।’পেশাদার ক্রিকেটার হিসেবে লম্বা সময়ের জন্য থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রাভো, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে লম্বা সময় ধরে থাকতে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হবে। তাছাড়া পূর্বসূরিদের মতো পরের প্রজন্মের খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মঞ্চে জায়গা ছেড়েও দিতে হবে।’টেস্ট ক্যারিয়ারে ৩১.৪২ গড়ে ২২০০ রান করেছেন ব্রাভো। তিনটি সেঞ্চুরি ও ৮৬ উইকেটের মালিক তিনি। ওয়ানডেতে ১৯৯ উইকেটের পাশঅপাশি রান করেছেন ২৯৬৮।