উজিরপুরের সন্ধ্যা নদীতে ১৫৮তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ

গৌরনদী প্রতিনিধি//
সনাতন ধর্মাবলম্বীদের কোঁজগারি লক্ষীপুজা উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার হারতার পাড়ায় সন্ধ্যা নদীতে ১৫৮তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচে অংশ নেয় সর্বমোট ১২টি নৌকা। অংশগ্রহনকারী ১২টি বাইচের নৌকার মধ্যে ১টি নৌকার চালকের আসনে ছিলেন প্রায় ৪০/৫০ জন নারী প্রতিযোগী। প্রতিটি নৌকার ভেতরে রং-বেরং এর শাড়ি ও পোষাক পড়ে ঢোল-বাদ্য বাজনা নিয়ে অংশগ্রহন করেন প্রায় এক হাজার নারী-পুরুষ মাঝি মাল্লা। নৌকাগুলোকেও সাজানো হয় দৃষ্টি নন্দন কারুকার্য়ের বাহারী সাজে।
বিকেল ৪টায় প্রতিযোগীতা শুরু হওয়ার পর নারী-পুরুষ মাঝি-মাল্লারা যখন তাদের প্রতিযোগী নৌকাগুলো নিয়ে মাঝ নদীতে ছুটছিলেন দ্রুত গতিতে তখন নদীর পানির ঢেউয়ের তালে তালে হেলে দুলে চলা নৌকাগুলোর মধ্যে ঢোল-বাদ্য বাজনার সুর ও ছন্দের মূর্ছনা ছড়িয়ে পড়ে। এতে নদীর মাঝে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারনা হয়।
নৌকা বাইচের আয়োজকগন জানান, দীর্ঘ ১৫৮ বছর ধরে ওই এলাকায় ধারাবাহিক ভাবে চলে আসছে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগীতা। প্রতি বছরের ন্যায় এ বছরও মাদারীপুর জেলার রাজৈর, গোপালগঞ্জ জেলা সদর সদর ও কোটালীপাড়া উপজেলা থেকে আসা সু সজ্জিত ১২টি বাইচের নৌকা অংশগ্রহন করে এ প্রতিযোগীতায়। ঢোল বাদ্যের তালে তালে ১২টি সু সজ্জিত নৌকা নিয়ে হাজারের অধিক নারী-পুরুষের বাইচের নৌকাগুলো যখন মাঝ নদীতে প্রতিযোগীতায় লিপ্ত হয়, তখন নদীর দুই পাড়ের প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে দুই লক্ষাধীক উৎসুক দর্শনার্থীর ঢল নামে। হাতের তালি, মুখের শীষ, উৎফুল্ল চিৎকার-চেচামেচির, মধ্যদিয়ে নদীর দুই পাড়ের দর্শকগন মাঝ নদীতে প্রতিযোগীতারত বাইচের নৌকার ভেতরে থাকা প্রতিযোগীদেরকে মাতিয়ে রাখে। এর সাথে যোগ হয় স্থানীয় সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের স্প্রীড বোর্ড ও ট্রলার নিয়ে মাঝ নদীতে ঘুরে উৎসাহ প্রদানের দৃশ্য। দর্শনার্থীরাও বাড়তি মজা পান এ দৃশ্য দেখে। প্রতিযোগীতায় পূর্ব হারতার নারায়ন বড়াল, কোটালী পাড়ার মিহির মজুমদার, সঞ্জয় গাঈন, রাজৈরের সুকুমার বাইন, রুহিদাস বিশ্বাস ও তাদের দলসহ ১২টি দলের ১২টি বাইচের নৌকা দর্শকদের সামনে অসাধারন দৃষ্টি নন্দন বাইচ প্রতিযোগীতা প্রদর্শন করে। এতে প্রথম স্থান অর্জন করে রাজৈর উপজেলার সুকুমার বাইনের নৌকাসহ তার দল। দ্বিতীয় স্থান অর্জন করে একই উপজেলার রুহিদাস বিশ্বাস ও তার দল।
সন্ধ্যায় নৌকা বাইচ প্রতিযোগীতা শেষ হলে নদীর দক্ষিন পাড়ে হারতা বাজারের লঞ্চ টার্মিনালে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হারতা ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান, উজিরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শেরে বাংলার দৌহিত্র মোঃ ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াসউদ্দিন বেপারী উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হারতা ইউপির সাবেক চেয়ারম্যন সুণীল কুমার বিশ্বাস প্রমুখ। সবশেষে প্রধান অতিথি প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।