ছারছিনায় শহীদ দুই মুক্তিযোদ্ধার লাশ গুমের স্থান শনাক্তের দাবী মুক্তিযোদ্ধাদের

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
মহান মুক্তিযুদ্ধে পিরোজপুরের ছারছিনায় স্বাধীনতা বিরোধীদের হাতে শহীদ দুই মুক্তিযোদ্ধার লাশ গুমের স্থান শনাক্ত করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মান করার দাবী জানিয়েছে স্বরূপকাঠির মুক্তিযোদ্ধারা। সোমবার পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষে ওই দাবী জানান সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন। বক্তব্যে জাহিদ হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে ছারছিনায় সেখানকার স্বাধীনতা বিরোধীরা আমাদের দুই মুক্তিযোদ্ধা ভাইকে নির্মমভাবে গুলি করে মেরে তাদের লাশ গুম করে ফেলে। আমারা ওই দুই মুক্তিযোদ্ধার লাশের স্থান শনাক্ত করে সেখানে জাতীয় পতাকা উত্তোলন এবং তাদের নামে স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য সরকারের কাছে দাবী করছি। ওই স্বাধীনতা বিরোধীরা যদি স্বেচ্ছায় লাশের স্থান দেখিয়ে না দেয় তবে আমরা আদায় করে নেব। তিনি আরও বলেন বর্তমানে ওইসকল স্বাধীনতা বিরোধীরা স্বরূপকাঠির মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা প্রচার চালাচ্ছে। ইতিহাস বিকৃতকারীরা সাবধান হয়ে যান নিজেদের কুকর্মের জন্য জাতীর কাছে ক্ষমা চান না হলে আমরা আপনাদের রুখে দেব। বঙ্গবন্ধুর বাংলায় কোন ইতিহাস বিকৃতকারীকে ছাড় দেয়া হবেনা। সভায় পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ছাড়াও উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার ( নেছারাবাদ- কাউখালী সার্কেল) কাজী মো. শাহনেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ,ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, ছারছিনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা,শিক্ষক ও পৌর কাউন্সিলরসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।