পিরোজপুরের নবাগত জেলা প্রশাসকের স্বরূপকাঠিতে মতবিনিময়

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে রুপান্তর করেছেন। ২০২১ সালের মধ্যে উন্নত ও ২১০০ সালের মধ্যে বাংলাদেশ অতি উন্নত দেশে পরিনত হবে। আর এ জন্য সকলকে সরকারের সহযোগীতায় এগিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার ( নেছারাবাদ- কাউখালী সার্কেল) কাজী মো. শাহনেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ,ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, ছারছিনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.ইব্রাহিম খলিল,ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার, সাংবাদিক মো. নজরুল ইসলাম,কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম বিপ¬ব, শিল্পকলা একাডেমির সম্পাদক প্রভাষক মো. মাহমুদুর রহমান খান ,প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভুমি) মো. কাওছার হোসেন।