গৌরনদীতে ৪০০পিস ইয়াবাসহ র্যাবের হাতে মাদক ব্যবসায়ী আসাদ খান গ্রেফতার

দেবাশীষ সাহা দেবা,গৌরনদী প্রতিনিধি//
বরিশাল র্যাব-০৮ এর একটি টীম বিশেষ অভিযান চালিয়ে শনিবার দিবাগত গভীর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদ খান(৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে মাদক ব্যবসায়ী মোঃ আসাদ খান ৪০০পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির উদ্দেশ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এর ভূইয়া বিরানী হাউজের সামনে অবস্থান করছিল। গোপন সূত্রে এ খবর জানতে পেরে বরিশাল র্যাব-০৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে র্যার-০৮ এর একটি টীম তাৎক্ষনিক ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় র্যাবের ওই টীমের সদস্যরা সেখান থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আসাদ খান(৩১)কে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ মোঃ আসাদ খানের বাড়ি উপজেলার কসবা গ্রামে। সে ওই গ্রামের মৃত মোঃ আলাউদ্দিন খানের ছেলে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, বরিশাল র্যাব-০৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে র্যাবের ওই টীমটি শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী আসাদ খানকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় র্যাবের ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদি হয়ে মাদক ব্যবসায়ী আসাদ খানকে আসামী করে ওইদিন রাত পৌনে ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী আসাদ খানকে গতকাল রোববার সকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে, আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।