মহাসড়কে সকল গাড়ীর কাগজ চেকের নামে নিরবে চালাচ্ছে চাঁদাবাজি

মোঃ মেহেদী হাসান,গৌরনদী প্রতিনিধি//
বরিশাল জেলার গৌরনদী থানার আওতাধীন বাটাজোড় স্ট্যান্ডের উত্তর পাশে বাইছ খোলা মহাসড়কে বসেন সার্জেন্ট মোঃ রিয়াজ হোসেন। তিনি মটর সাইকেল, মাহিন্দ্র, নসিমন-করিমন, পিক-আপ ভ্যান, ট্রাকসহ ফিটনেস বিহীন গাড়ীর ড্রাইভারদের কাছ থেকে কাগজ চেকের নামে প্রতিদিন হাতিয়ে নেন হাজার হাজার টাকা। এমনকি সাধারণ মানুষের সাথে খুব খারাব আচরণ করেন। তার চাহিদা মত টাকা না দিতে পারলে হাতে ধরিয়ে দেন মামলার স্লিপ। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন (০১) ছোট পিকাপ (গাড়ী নং- ২৭৯) ড্রাইভার মোঃ রুহুল আমিন, সে সার্জেন্টকে প্রতিদিন চাঁদা দিতে অস্বিকার করলে তাকে বলে এমন মামলা দেব, সুদে আসলে জরিমনা করে নেবো। (০২) ডেন্টাল ডাঃ অমিত কাঞ্জিলাল, সে প্রায় সময় এই রাস্তা ধরে মটর সাইকেলে যাতায়াত করে, তার গাড়ীর কাগজ থাকা সত্ত্বেও মামলার স্লিপ হাতে ধরিয়ে দেয়। এবং গোপন সূত্রে জানা গেছে তার অটো, মাহিন্দ্র, ছোট পিক-আপ, ট্রাক গুলোকে একটি মাসিক চাঁদা ধার্য করে দেয়া হয়েছে। এতে যেমন সাধারণ মানুষ চলাচলে মারাত্মক ভাবে হয়রানি হচ্ছে, তেমনি সরকারও তার রাজস্ব হারাচ্ছে।