গৌরনদীতে বরিশালের জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বিদায়ী সংবর্ধনা প্রদান

গৌরনদী প্রতিনিধি//
বদলীজনতি কারনে বরিশাল ছেড়ে বিদায় নিতে চলা বরিশালের জেলা প্রশাসক ও যুগ্ন সচিব মোঃ হাবিবুর রহমানকে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ সুকান্তবাবু মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ও বিদায়ী জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছাসহ মানপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী জেলা প্রশাসক যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ,এম রাজু আহম্মেদ হারুন, গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (ফরহাদ মুন্সী), নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক এম. আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া প্রমুখ।