পিরোজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাসী স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদশার পূজামন্ডপ পরিদর্শন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠি ও নাজিরপুরে আ.লীগ দলীয় নেতাকর্মিদের নিয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পিরোজপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাসী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা। বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় তিনি স্বরূপকাঠি থেকে দলীয় নেতাকর্মিদের নিয়ে এক বিশাল মোটর শোভাযাত্রা সহকারে স্বরূপকাঠি ও নাজিরপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামন্ডপ গুলোতে আর্থিক অনুদান প্রদান করেন। পূজামন্ডপে উপস্থিত পূজারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে পরিচালিত করেছেন। উন্নয়নে বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। তাই উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা হাসান আল মামুন, স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টু, সহ সভাপতি মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক বায়েজীদ আহ্সান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিটুন আশ্চার্য অনুয, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন মজুমদার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সবুজ প্রমুখ। পরিদর্শনকালে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের বহু নেতাকর্মি তার সাথে ছিলেন।