কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী চা শ্রমিক মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে পাশের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় এক সন্তানের জননী চা শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চাতলাপুর-শমশেরনগর সড়কের চাতলাপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত নারী চা শ্রমিক শীলা রবিদাস (২৫) চাতলাপুর চা বাগানের পূর্বটিলা শ্রমিক বস্তির মোহন রবিদাসের মেয়ে। ঘটনার পর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বিনয় কিষোণ কূর্মী (৪৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ । নিহত নারী চা শ্রমিক শীলা রবিদাসের বিয়ে হয়েছিল রাজনগর উপজেলার সোনাতলা চা বাগানে। পূজার ছুটিতে সে চাতলাপুর চা বাগানে বাবার বাড়ি আসে। ঘটনার দিন রাতে চা বাগানের পূজা মন্ডব থেকে বাসায় ফেরার পথে বিনয় কিষোণ কূর্মীর মোটরসাইকেলের ধাক্কায় সে আহত হয়ে। পরে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হওয়ার পর সে মারা যায়।
চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী জানান, বিনয় কিষোণ কূর্মী মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ভাই হরি কুমার রবিদাস বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম মুসা মোটরসাইকেলের ধাক্কায় এক নারী চা শ্রমিকের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।