কমলগঞ্জে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধি//
উৎসব মুখর পরিবেশে বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। শুক্রবার বিকেলে নিরাপত্তার মধ্য দিয়ে ধলাই, লাঘাটা, খিরনীসহ বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাঝে বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
জানা যায়, উপজেলার ১৩৬ টি সার্ব্বজনীন ও ২০ টি ব্যক্তিগত পূজামন্ডপে শারদীয় দূর্গাপুজার প্রতীমা বিসর্জন করা হয়। দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে পূজারী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানঐক্য পরিষদ, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।