মসজিদে আগুন দেয়ায় যুক্তরাষ্ট্রে যুবকের কারাদণ্ড

মো: মাসুম বিল্লাহ,আন্তর্জাতিক ডেস্ক//
যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের একটি মসজিদে আগুন দেয়ার ঘটনার মামলায় ২৪ বছরের কারাদণ্ড পেয়েছেন পেরেজ নামের এক যুবক। বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ভিক্টোরিয়া শহরের একটি কোর্ট এই রায় দেয়।খবর বার্তাসংস্থা এপি’র।
আগুন দেয়ার ঘটনায় গত জুলাই মাসে অগ্নিকান্ড, বিস্ফোরণ এবং ঘৃণা ছড়ানোর দায়ের করা মামলায় ২৬ বছর বয়সী পেরেজকে অভিযুক্ত করেন বিচারকরা।
তবে এ রায় নিয়ে হতাশ পেরেজের আইনজীবী মার্ক ডি কার্লো। রায়ের পর দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, রায় নিয়ে এমন দীর্ঘসূত্রিতায় তিনি হতাশ এবং রায়ের বিপক্ষে তিনি আপিল করবেন।
এই মামলার বাদী পক্ষের আইনজীবীরা বলেন, প্রচুর ঘৃণা থেকে পেরেজ ওই মসজিদে আগুন লাগাতে চেয়েছিল এবং মসজিদটি ধ্বংস করতে চেয়েছিল। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন পেরেজ।