সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী কমলগঞ্জের মেয়র জুয়েল নির্বাচিত

কমলগঞ্জ প্রতিনিধি//
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সিলেট বিভাগীয় শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ নির্বাচিত হয়েছেন ৮ অক্টোবর সিলেট বিভাগের ৪টি জেলার বিদ্যুোৎসাহীগন অংশগ্রহনের মাধ্যমে এ নির্বাচন করা হয়।
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী কমলগঞ্জের মো. জুয়েল আহমেদকে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসাবে নির্বাচিত করা হয়েছে বলে সিলেট বিভাগীয় বাচাই কমিটির সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন নিশ্চিত করেন।
জানা যায়, মেয়র জুয়েল আহমেদ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কয়েক বছর ধরে নিরলস ভাবে কাজ করছেন। তিনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ প্রদান, বৃক্ষরোপন, শহীদ মিনার নির্মাণ, খেলাধুলার সরঞ্জাম প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের পোশাক ও আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মেধার বিকাশে উৎসাহ, সংস্কৃতি চর্চায় প্রনোদনা প্রদান, বিশুদ্ধ পানীয় জলের জন্য বিদ্যালয় সমুহে ফিল্টার প্রদানসহ বিদ্যালয়র সার্বিক অবকাঠামোর উন্নয়নে অবদান রাখছেন।
মেয়র জুয়েল আহমেদ ব্যক্তিগত পর্যায় ছাড়াও সরকারী সহায়তার প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে পাঠশালা নামক একটি গ্রন্থও রচনা করেছেন।
এদিকে জুয়েল আহমেদ সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় কমলগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করা হয়।