আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
আজ বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মুখোমুখি হবে ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল- আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলে নেই মেসি । বর্তমান আর্জেন্টিনা দলটি পুরোপুরি তরুণ একটি দল। অন্যদিকে ব্রাজিল আছে দারুণ ফর্মে। আলবেলিস্তেদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।
ব্রাজিল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে। এই ম্যাচে ২-০ গোলে জয় পায় নেইমাররা। অন্যদিকে, আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচ খেলেছে ইরাকের বিপক্ষে। ম্যাচটিতে আর্জেন্টিনা জয় পায় ৪-০ গোলে।
আজকের ম্যাচটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল কোচ শুধুই প্রীতি ম্যাচ ভাবছেন না। এই ম্যাচ তাদের কাছে আরো অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। ব্রাজিল তাদের সর্বশেষ যে ম্যাচে সৌদি আরবকে হারাল এই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন ব্রাজিলের কোচ তিতে। তিনি জানান, ‘আমরা সন্তুষ্ট নয়। আমরা জয় পেয়েছি কারণ আমরা অনেক দিক থেকে এগিয়ে ছিলাম। এই কারণেই আমরা জিতেছি। ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ কখনো প্রীতি ম্যাচ হতে পারে না। এই ম্যাচে আমরা ভালো কিছুর আশা করছি।’
একই ভাবে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনিও তিতের সুরে কথা বলেছেন। তিনি জানান, ‘ব্রাজিলের বিপক্ষে খেলাটা সবসময় অন্যরকম অনুভূতি। হোক সেটি ফুটবল, বাস্কেটবল বা অন্য কোনো খেলা। আপনি অবশ্যই তাদের হারাতে চাইবেন যারা ব্রাজিলের জার্সি গায়ে খেলছে। তারা হয়তো ভাবতে পারে এটি ‘প্রীতি’ ম্যাচ।
দুই চির প্রতিদ্বন্দ্বীর সর্বশেষ সাক্ষাতটি মেলবোর্নে গত বছর জুনে আর্জেন্টিনা জিতেছিলো ১-০’তে।
আর্জেন্টিনা একাদশ:
রোমেরো, সারাভিয়া, পেজ্জেল্লা, ওতামেন্দি, ত্যাগলিয়াফিকো, পারদেস, বাত্তাগলিয়া, লো সেলসো, দিবালা, ইকার্দি ও কোরেয়া।
ব্রাজিলে একাদশ:
অ্যালিসন (গোলকিপার); অ্যালেক্স স্যান্ড্রো, পাবলো, মারকুইনস, মার্সেলো; ক্যাসেমিরো, রেনাটো অগাস্টো, ফ্রেড, গ্যাব্রিয়েল জেসস, নেইমার (অধিনায়ক), কোতিনহো।