শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আগৈলঝাড়ার গৈলা দাশের বাড়িতে চিত্রাংকন প্রতিযোগিতা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের দাশের বাড়িতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সপ্তমী পূজার দিন ১৬ অক্টোম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিন ঘটিকায় গৈলা দাশের বাড়ির শারদীয় দূর্গা পূজা মন্ডপে ও দৈনিক সমকাল পত্রিকার উপ-সম্পাদক অজয় দাশ গুপ্তের বাড়ির আঙ্গিনায় এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের চিত্রাংকন প্রতিযোগিতা কবি জিবনান্দ দাশের মাতা কবি কুসুম কুমারি দাশের নামে উৎসর্গ করা হবে। চিত্রাংকন প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত “এ” গ্রুপ ও ১০ বছর থেকে ১৭ বছর পর্যন্ত “বি” গ্রুপে ভাগ করা হয়েছে। চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু-কলা বিভাগের শিক্ষকবৃন্দ। এবারের দুটি গ্রুপ থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এ ছারাও উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানাগেছে।