হাজীপুর ইউনিয়নে ৩শত পরিবারের মধ্যে ত্রান বিতরন

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বাংলাদেশ মিশন সংস্থার অর্থায়নে ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুর সার্বিক সহযোগিতায় ৩শ’পরিবাকে চাউল, শাড়ীসহ বিভিন্ন ধরনে সামগ্রী বিতরন করা হয়। ১৪ অক্টোবর রবিবার দুপরে হাজীপুর ইউপি প্রাঙ্গনে এ ত্রান বিতরন করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুর সভাপতিত্বে ও দপাদার রহমান খানের পরিচালনায় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, মিশনের কোঅর্ডিনেটর ডন ব্রাইট। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রাজা মিয়া। জনপ্রতি ১টি প্লাষ্টিক বালতি, ১৫কেজি চাউল, ১লিটার তৈল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি লবন, ১টি শাড়ি ও ১টি লুংগি বিতরন করা হয়।