উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে-আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্

গৌরনদী প্রতিনিধি//
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ (এমপি) বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে। সেইসাথে অশুভ শক্তির ক্ষমতায় যাওয়া রোধে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকসহ সকলকের সজাগ থাকতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হলে আবারো তাকে এবং আওয়ামীলীগকে বিজয়ী করে ক্ষমতায় বসাতে হবে। এ লক্ষে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকদেরকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে লড়াইয়ে ঝাপিয়ে পড়তে হবে।
২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর এ অঞ্চলের হিন্দু ভাই-বোনদের ওপর তারা যে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে তা অবর্ণনীয়। হিন্দু ভাই-বোনেরা সেই দুঃসহ ঘটনা ভুলে যায়নি। ওই অশুভ শক্তি আবার যাতে ক্ষমতায় না আসতে পারে সেই দিকে হিন্দু ভাই-বোনদেরকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি নির্বাচনের মাঠে ওই অশুভ শক্তির সকল অপ-তৎপরতা ঠেকাতে আওয়ামীলীগের নেতা-কর্মীদেরকে সকল শক্তি নিয়ে লড়াইয়ের মাঠে থাকতে হবে।
শ্বারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শুক্রবার রাত ৮টায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসনের এক মতনিবিময় সভা ও পুজা মন্ডপে সরকারের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদিন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, গৌরনদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, বরিশাল মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাধারন সম্পাদক মানিক লাল মুখার্জি, গৌরনদী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, সাধারন সম্পাদক ও চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ গৌরনদী উপজেলার ৮২টি পূজা মন্ডপের প্রত্যেকটিকে নগদ ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।