আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয় রায়,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে দশটায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, নিরবতা পালন, বর্নাঢ্য র্যালী, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিকলীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে ২১আগষ্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি তারেক জিয়ার ফাঁসির দাবি জানিয়ে মুহু মুহু শ্লোগান দেয় নেতা কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে দিবসের তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক মো. আবু সালেহ লিটন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া প্রমুখ। এসময় উপস্থত ছিলেন আওয়ামীলীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা শ্রমিকলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, শ্রমিকলীগ প্রচার সম্পাদক নূর আলম পাইক প্রমুখ নেতৃবৃন্দ। পরে জাতির পিতা, ২১আগষ্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ।