গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩০

গৌরনদী প্রতিনিধি//
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজজোর ইউনিয়নের বাইচখোলা এলাকায় বরিশাল-ঢাকা মহসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৭জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী আহত যাত্রী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া সড়কের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরীঘাট থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের বরিশাল-ব ১১-০০৪০ নম্বরের একটি যাত্রীবাহী বাস দুপুর দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলা এলাকা অতিক্রমকালে চালক নিয়ন্ত্রন হারিয়ে একটি রিক্সাভ্যানকে চাঁপা দিয়ে মহাসড়কের পার্শ্ববর্তি একটি লোহাকাঠের গাছের মধ্যে ঢুকে যায়। এতে গাছের সাথে চাঁপা পড়ে বাসটির হেলপার লিটন রাঢ়ী(৪২) ও সুপারভাইজার সোহেল হাওলাদার(৩৫) ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ৩০জন যাত্রী আহত হয়। বাসটির চাঁপায় রিক্সাভ্যানটিও দুমড়ে মুচড়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও গৌরনদী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহয়য়তায় হতাহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৭জনকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বাকি প্রায় ২৩/২৪ জনকে বিভিন্ন হাসপাতাল ক্লিকিকে ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় নিহত বাসটির হেলপার লিটন রাঢ়ী’র বাড়ি পার্শ্ববর্তি উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামে। সে ওই গ্রামের মৃত মুনসুর রাঢ়ী’র ছেলে। নিহত সুপারভাইজার সোহেলের বাড়ি বরিশাল সদর উপজেলার কড়াপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন আহতরা হলেন সুশান্ত সিকদার (৩০), খাদিজা বেগম (২২), তানভীর (২০), সোহেল রানা(৩৮), জিরাতুন নেছা (৪৫), বাবুল (৫০), আব্দুল হাকিম (৪০)।
ভয়াবহ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, গৌরনদী হাইওয়ে থানা ও মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত হতাহতদের উদ্ধার, আহতদের হাসপাতালে পৌছায়। এ দুর্ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।