স্বরূপকাঠিতে পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদের আয়োজনে এবং জাপান ইণ্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)-র অর্থায়নে উপজেলায় পরিবেশগত পরিচ্ছন্নতা ও দূষণ প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হযেছে। প্রচারাভিযানের অংশ হিসেবে স্বরূপকাঠি পৌর এলাকায় স্থানীয় লোকশিল্পীদের পরিবেশনায় ভ্রাম্যমান জারীগান পরিবেশন করা হয়। গতকাল বৃহস্পতিবার কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ওয়াহিদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির আহম্মেদ, এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. জাহিদ হোসেন। পরে পরিবেশ বিষয়ক শ্লোগান সমৃদ্ধ একটি সুসজ্জিত গাড়ী জারীগানের দল নিয়ে স্বরূপকাঠি পৌর এলাকা প্রদক্ষিণ করে পরিবেশ দূষণ প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পরিবেশন করে। এই কর্মসূচিটি উপজেলার সকল ইউনিয়নে পরিচালনা করা হবে জানান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ।