অপরাধ অনুযায়ী সাজা পায়নি তারেক-আনিসুল হক

অনলাইন ডেস্ক/
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হামলার মূল নায়ক তারেক রহমান অপরাধের গুরুত্ব বিবেচনায় সাজা পায়নি।
বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এই মামলার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
রায় প্রসঙ্গে আনিসুল হক বলেন, ১৪ বছর পর এ মামলায় বিচার শেষ হয়েছে। আমরা খুশি হয়েছি রায়ে
তিনি বলেন রায়ের বিষয়ে আপিল প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, রায় পুঙ্খানুপুঙ্খভাবে দেখার পর তারেক রহমান, কায়কোবাদ ও হারিছ চৌধুরীর রায়ের ব্যাপারে আপিল করবেন কিনা তা দেখবেন।