স্বরূপকাঠিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজের আয়োজনে গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা ২০১৭ তে ঐ কলেজ থেকে জিপিএ ৫ প্রাপ্ত পাচ কৃতি ছাত্রীকে সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ,বিশেষ অতিথিদ্বয় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ ও সহকারি কমিশনার (ভুমি) মো. বশির আহমেদ। কলেজ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইদুর রহমান জাহাংগীর,সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর,ঠাকুর দাস পাল ,অভিভাবক আলহাজ্ব মো. ফজলুল হক,সংবর্ধিত শিক্ষার্থী রুকাইয়া বেগম ও মোসা. জান্নাতুল ফেরদৌস শান্তা প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য,এইচএসসি পরীক্ষায় ২০১৭ এর ফলাফলে উপজেলার ৭টি কলেজের মধ্যে ফজিলা রহমান মহিলা কলেজ শীর্ষ স্থান লাভ করেছে।