কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়। মঙ্গলবার(৯ অক্টোবর) বেলা ১১টায় ১নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ মা অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক হাজী মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর পরিচালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্ণ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, হকতিয়ারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক (স্বপন), তেঁতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর উদ্দীন ও কোনাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজ উদ্দীন।
অতিথিরা বক্তব্য, প্রায় শতাধিক মায়ের উপস্থিতিতে এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি বাড়িতে মায়েদের ভূমিকা কি হতে পারে।