হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥ তরুন প্রজম্মের মাঝে সততা,নৈতিকতা,নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে স্বরূপকাঠির সুটিয়াকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সততা ষ্টোরের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে সততা ষ্টোরের উদ্ধোধন করেন। ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুহুল আমিন অসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মো. বশির আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুপ্রকের সভাপতি মো. শাহ আলম বাহাদুর,সম্পাদক মো. মহিবুল্লাহ হাওলাদার,ম্যানেজিং কমিটির সদস্য মো. রুহুল আমিন ও প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম প্রমুখ।