কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখলা চা বাগানে ৪ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। শনিবার (৬ অক্টোরব) রাতে পাত্রখলা চা বাগানের মসজিদ লাইনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করছে পুলিশ।
জানা যায়, পাত্রখলা চা বাগানের মসজিদ লাইনে তারা মিয়ার মেয়ে (৪) দুলাল এর ঘরে টিভি দেখতে গেলে তাকে নির্জন কক্ষে একা পেয়ে (তারা মিয়ার) বেয়াই দুলাল মিয়া (৪৫) জোর পূর্বক ধর্ষন করে। ঘটনাটি জানাজানির পর শিশুর বাবা তারা মিয়া ধর্ষক দুলালের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ধর্ষক দুলাল মিয়াকে গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ।
শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলার আসামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।