বরগুনায় শিক্ষিকা নির্যাতন স্বরূপকাঠিতে মানববন্ধন

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥ বরগুনার বেতাগী উপজেলায় শ্রেনীকক্ষে স্কুল শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতনকারীদের গ্রেফতারের দাবীতে পিরোজপুরের স্বরূপকাঠিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক শিক্ষকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের সম্মুখ রাস্তায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপি ওই মানববন্ধনে সকল শিক্ষকরা মুখে কালো পতাকা বেধে ওই মানববন্ধন পালন করেন। এসময় সর্বস্তরের জনতা তাদের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নির্যাতনকারীদের গ্রেফতারের দাবী করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ নুরুল আমিন, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও শিক্ষিকা মিথিলা আক্তার প্রমুখ।