স্বরূপকাঠিতে তিনদিন ব্যাপি জাতীয় উন্নয়ন মেলা শুরু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
“উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে আজ বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিন ব্যাপি জাতীয় উন্নয়ন মেলা । বৃহস্পতিবার মেলার প্রথম দিনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.লাভলু আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. কবির মিয়া, উপজেলা প.প. কর্মকর্তা তানভীর আহম্মেদ সিকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন ও ইউ পি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমখ। মেলায় বর্তমান সরকারের অর্জন বিষয়ক কর্নার সহ ৩৬টি স্টল বসেছে। সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে এ মেলায় ।