স্বরূপকাঠিতে আওয়ামীলীগের জনসভায় নৌকাকে বিজয়ী করার আহবান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে আ.লীগের এক জনসভায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বলেছেন উন্নয়নের ধারা অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে । আর এজন্য সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ হয়ে জনগনের কাছে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট চাইতে হবে। আজ বুধবার বিকেলে উপজেলা আ.লীগের আয়োজনে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মিদের উপস্থিতিতে জনসভাটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়। সভায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. হাকিম হাওলাদার বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নের ফলে দেশ আজ বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। অচিরেই বাংলাদেশ বিশ্বে উন্নত রাষ্ট্রের কাতারে দাড়াবে এজন্য শেখ হাসিনার নেতৃত্বে বিকল্প নাই। জেলা আ.লীগের সহ সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছেন । আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও জনপ্রিয় নেতা দেখে মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রধানের কাছে তিনি অনুরোধ জানান। তিনি নৌকা মার্ককে বিজয়ী করতে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য পিরোজপুরের সকল নেতাকর্মিদের আহবান জানান। পিরোজপুর জেলা আ. লীগের অন্যতম সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। পদ্মা সেতুসহ নানা ধরনের অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। এসব কিছুই সম্বভ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারনে। তাই উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে দুর্নিতি বিরোধী স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে নিয়ে নৌকাকে বিজয়ী করতে কাজ করতে হবে। পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. ইসহাক আলী খান পান্না বলেন, উন্নয়নের যাত্রাকে বাধাগ্রস্থ করতে একটি চক্র নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে। এদের ব্যাপারে আ.লীগের সকল ত্যাগী নেতাকর্মিতে সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নৌকাকে বিজয়ী করতে হবে। উপজেলা আ.লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এস এম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ সভাপতি মো. শাহজাহান খান তালুকদার, পিরোজপুর উপজেলা আ. লীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক আ্যাড. মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ মো. ফিরোজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম নারায়ন চৌধুরী, জেলা আ. লীগ সদস্য সৈয়দ সহিদ উল আহসান, নাজিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা রেজভী ভুইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ খান টিটু, স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্ত ও স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ প্রমুখ।