জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে স্বরূপকাঠিতে বর্নাঢ্য সাইকেল শোভাযাত্রা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি জাতীয় উন্নয়ন মেলা । এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উন্নয়ন মেলার প্রচারনার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের নেতৃত্বে ২ শত সাইকেল নিয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ সরকারের মেলার উদ্দেশ্য ও কর্মসুচির বিভিন্ন দিক তুলে ধরে এবং মেলায় সকলকে আমন্ত্রন জানিয়ে বক্তব্য দেন। এ বছর মেলায় থাকছে বর্তমান সরকারের অর্জন বিষয়ক কর্নার সহ ৩৬টি স্টল। মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।