হাতিরঝিল থানায় গায়েবি মামলা-রুহুল কবির রিজভী

অমিত কাঞ্জিলাল,স্টাফ রিপোর্টার//
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় ‘গায়েবি মামলা’ ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে বিরোধী মত শূন্য করার ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের নামে হাতিরঝিল থানায় মামলা সেটারই বহিঃপ্রকাশ।’
আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আওয়ামী সরকার আর কোনোভাবে বিরোধী দলের অস্তিত্ব মানতে পারছে না। তারা এখন ফ্যাসিবাদের উত্তুঙ্গ মাত্রায় পৌঁছে গেছে। ক্ষমতাকে যক্ষের ধনের মতো আঁকড়ে ধরে রাখার জন্য কুটিল রাজনীতি, ষড়যন্ত্র আর তঞ্চকতাই হচ্ছে আওয়ামী রাজনীতির পরিচিতি।’
রিজভী বলেন, সরকারপ্রধানসহ আওয়ামী নেতাদের প্রতিদিনের ভাষা, সংলাপ, জবাব সন্ত্রাসী আস্ফালন ছাড়া কিছু নয়।তিনি আরো বলেন, ‘যাদের রাষ্ট্র পরিচালনার নীতি পীড়ন আর রক্তপাত নির্ভর, তারা জনমতের ভয় করে না, জবাবদিহিতা তো দূরে থাক। এমন ধারা-নীতির কারণেই গত পরশু বিএনপির বিশাল জনসভার পর থেকে সরকার আরও বেশি ক্ষিপ্ত ও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে।’রুহুল কবির রিজভী বলেন, জনসভা শেষে পাইকারী হারে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের পরও সরকার তৃপ্ত হয়নি। তিনি আরো বলেন, ‘সে কারণেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের তালিকা ধরে হাতিরঝিল থানায় তাদের বিরুদ্ধে হাস্যকর মিথ্যা মামলা দায়ের করেছে।’এ ছাড়াও আগামী জাতীয় নির্বাচনের পূর্বে সরকার ছক ধরে এগুচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সারা দেশ নি:শব্দ ও জনশূন্য করার পরিকল্পনা বাস্তবায়নের পথে গতকাল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীনসহ।