বিরাট কোহলি টাইগারদের প্রশংসা করলনে

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এশিয়া কাপ ফাইনালে স্বাসরুদ্ধকর জয়ের পর ভারতীয় দলের প্রশংসা করেছেন। শুক্রবার উদ্দীপ্ত বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করে অনিয়মিত দলনায়ক রোহিত শর্মার অধীনে ভারত এশিয়া কাপ জিতেছে।
একই সঙ্গে বিরাট কোহলি তার টুইটার হ্যান্ডেলে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে একটি বার্তা দিয়েছেন।
ক্যাপ্টেন বিরাট বাংলাদেশকে দেওয়া মেসেজে লিখেছেন, “বাংলাদেশি দলকে অভিনন্দন যে তাদের খেলোয়াড়রা আমাদের সঙ্গে এত কঠিন একটা টক্কর দিয়েছে।” কঠিন ম্যাচটি জেতার জন্য কোহলি তার নিজ দলকে অভিনন্দন জানাতে ভোলেননি অবশ্য।
বাংলাদেশকে কোহলির টুইটে যা বলছেন,
আরব আমিরাতের দুবাইয়ে বহুল আলোচিত আর উত্তাপ ছড়ানো এই ফাইনাল ম্যাচে বাংলাদেশের ইনিংস ২২২ রানে শেষ হয়। কিন্তু তা সত্ত্বেও জয়ের জন্য শেষ বল তক খেলতে হয় ভারতকে। তারা জয়ের লক্ষ্য ২২৩ রানে পৌঁছাতে শেষ বলটি পর্যন্ত খেলতে বাধ্য হয়।
এই ম্যাচে বাংলাদেশি সেঞ্চুরিয়ান লিটন দাসের আউট নিয়ে বিতর্ক রয়েছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন, বেনিফিট অব ডাউট ব্যাটসম্যান অর্থাৎ লিটনের পক্ষে যাওয়া উচিৎ ছিল। কারও কারও মতে, লিটন আউট ছিলেন-ই না। তাকে জোর করে আউট দিয়েছে থার্ড আম্পায়ার।