গৌরনদীতে ১২০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি//
বরিশাল র্যাব-০৮ এর একটি টীম বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ লালপোল এলাকা থেকে ১২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ অনিক ইসলাম সিকদার(১৯) ও মোঃ ইমরান বয়াতি(১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোঃ অনিক ইসলাম সিকদার, মোঃ ইমরান বয়াতি ও মোঃ ইব্রাহীম নামের তিন মাদক ব্যবসায়ী ১২০পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ লালপোল সংলগ্ন পূর্বপাশে মহল্লার পাকা সড়কের ওপর বসে বিক্রির চেষ্টা চালাচ্ছিল। গোপন সূত্রে এ খবর জানতে পেরে বরিশাল র্যাব-০৮ এর ডিএডি পুলিশ ইন্সপেক্টর মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি টীম তাৎক্ষনিক ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহীম(২৩) পালিয়ে যায়। পরে র্যাবের টীম সেখান থেকে ১২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ অনিক ইসলাম সিকদার(১৯) ও মোঃ ইমরান বয়াতি(১৯) কে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ অনিক ইসলাম সিকদারের বাড়ি উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে। সে ওই গ্রামের মোঃ আলতাফ হোসেন সিকদারের ছেলে। অনিক কাছেমাবাদ গ্রামে তার মামার বাড়িতে বসবাস করে। অনিকের মামা মোঃ আমিনুল ইসলাম রিপন গৌরনদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর। গ্রেফতার হওয়া অপর মাদক ব্যবসায়ী মোঃ ইমরান বয়াতি’র বাড়ি উপজেলার কাছেমাবাদ গ্রামে। সে ওই গ্রামের ইদ্রিস বয়াতি’র ছেলে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহীমের বাড়িও উপজেলার কাছেমাবাদ গ্রামে। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, বরিশাল র্যাব-০৮ এর ডিএডি পুলিশ ইন্সপেক্টর মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি টীম বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেফতারকৃতদেরকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় র্যাবের ডিএডি মোঃ জহুরুল ইসলাম বাদি হয়ে তিন জনকে আসামী করে ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ীকে থানা হাজতে রাখা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদেরকে বরিশাল আদালতে সোপর্দ করা হবে।