গৌরনদীতে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা

গৌরনদী প্রতিনিধি//
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জাতির সামনে তুলে ধরতে বরিশালের গৌরনদীতে আগামী ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলার আয়োজন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলার আয়োজন স্থল (ভেনু) হিসেবে গৌরনদী উপজেলা পরিষদ কম্পাউন্ডকে নির্বাচন করা হয়। ওই ভেনুতেই তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দাস রনবীর, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন।বক্তব্য রাখেন, গৌরনদী গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, বার্থী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী জাহিদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমুখ।