কমলগঞ্জে শিক্ষা উপকরণ ও মিড ডে মিল বিতরন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জের কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী ও কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ এর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা উপকরণ ও মিড ডে মিল বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় হলরুমে এ শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
এসএমসি’র সহ-সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে ও শিক্ষক ওবায়দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমেদ, মো: মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন্নাহার বেগম, বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ, স্থানীয় ইউপি সদস্য ইউসুফ হারিরী। অনুষ্টান শেষে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও মিড ডে মিল বিতরণ করা হয়।