গৌরনদীতে ১২৩পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেবাশীষ সাহা দেবা,গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে উপজেলা সদরের উত্তর পালরদী গ্রামের ফায়ার সার্ভিস ষ্টেশনের পেছন ও চরগাঁধাতলী গ্রামের ডাক্তার পুলকের বাড়ির সামনে থেকে ১২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুকুল মিয়া (৫৫) ও বিপ্লব সরদার (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই মোঃ মাজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের উত্তর পালরদী গ্রামের ফায়ার সার্ভিস ষ্টেশনের পেছনে অভিযান চালান। এ সময় সেখান থেকে ১০২ পিস ইয়াবাসহ তিনি মাদক ব্যবসায়ী মোঃ মুকুল মিয়া (৫৫)কে গ্রেফতার করেন।
অপরদিকে গোপন সূত্রে খবর পেয়ে থানার অপর এস,আই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের চরগাঁধাতলী গ্রামের ডাক্তার পুলকের বাড়ির সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনি মাদক ব্যবসায়ী বিপ্লব সরদার (২৮)কে গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মুকুল মিয়ার বাড়ি উপজেলা সদরের উত্তর পালরদী গ্রামে। সে ওই গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে। গ্রেফতার হওয়া অপর মাদক ব্যবসায়ী বিপ্লব সরদারের বাড়ি উপজেলা সদরের চরগাঁধাতলী গ্রামে। সে ওই গ্রামের মৃত সেকান্দার আলী সরদারের ছেলে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, গ্রেফতার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করে।