আগৈলঝাড়ায় বৃদ্ধর লাশ উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পানি থেকে বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল হাই হাওলাদার (৭৫) বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয়। বৃহস্পতিবার ভোর রাতে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে এসআই দেলোয়ার হোসেন লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ ঘটনায় শুক্রবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-২১।