স্বরূপকাঠিতে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীর গনসংযোগ ও পথসভা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মো. নজরুল ইসলাম পিরোজপুরের স্বরূপকাঠির বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ ও পথসভা করেছেন। আজ শনিবার বিকেলে উপজেলার সোহাগদল , সুটিয়াকাঠি ও বলদিয়া ইউনিয়নে তিনি ওই কর্মসূচি করেন। এসময় জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মিদের নিয়ে তিনি জাতীয় পার্টির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সংবলিত লিফলেট জনগনের মধ্যে বিতরণ করেন । সোহাগদল ইউনিয়নের ইন্দুরহাট, মিয়ারহাট ও আলকিরহাট বন্দরে গনসংযোগ শেষে সোহাগদল বরছাকাঠি বদ্ধভূমিতে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী মো. নজরুল ইসলাম। উপজেলা জাতীয় পার্টির নেতা মো. মিজানুর রহমান চাঁনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির নেতা মো. শহিদুল ইসলাম সোহেল, মো. সাইফুল ইসলাম, মোসা. সাহানাজ খাঁন, মো. আবুল কালাম আজাদ, মো. মনিরুল ইসলাম ও মো. নুরুল ইসলাম মনি প্রমুখ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নজরুল ইসলামের পক্ষে সমর্থন ও সহযোগীতার জন্য উপস্থিত জনগনের প্রতি অনুরোধ করেন।