স্বরূপকাঠিতে শিক্ষক সমিতির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে বাংলাদেশ শিক্ষক সমিতি পুর্বাঞ্চলীয় শাখার ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার স্থানীয় অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা দাসগুপ্ত আশিষ কুমার। শিক্ষক সমিতি পুর্বাঞ্চল শাখার সভাপতি স্বপন কুমার দত্তের সভাপতিত্বে উক্ত সম্মেলন উদ্ধোধন করেন শিক্ষক সমিতির পিরোজপুর জেলা সভাপতি কাজি মো. মজিবুর রহমান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসন। এতে অন্যান্যের বক্তব্য রাখেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, মো.আলমগীর হোসেন,শংকর লাল বড়াল ও ধীরেন হালদার প্রমুখ।