স্বরূপকাঠিতে প্রতারণার দায়ে তিনজনের কারাদন্ড

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রতারনার অভিযোগে সামসুদ্দোহা মুসা,ইলিয়াস খান ও মাজহারুল ইসলাম নামে তিন ব্যাক্তিকে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওছার হোসেন ওই দন্ডাদেশ দেন। ঘটনার বিবরনে জানাগেছে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে সামসুদ্দোহা মুসা বাদী হয়ে শেখ আব্দুর রশিদের ছেলে সামসুর রহমান ও সাইদুর রহমানকে বিবাদী করে একটি নামজারী মামলা দায়ের করেন। ওই মামলার বাদী সামসুদ্দোহা প্রকৃত বিবাদীদের পরিবের্তে ইলিয়াস খান ও মাজহারুল ইসলামকে বিবাদী সাজিয়ে নিয়ে আসেন। মামলার শুনানীর সময় সহকারী কমিশনার (ভূমি) এর সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের সঠিক পরিচয় বেরিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ডের আদেশ দেন।