মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ স্বরূপকাঠির তিন শ্রমিকের সন্ধান মেলেনি

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
মেঘনায় ট্রলার ডুবির ঘটনার ৩ দিন পরেও নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান মেলেনি । ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে পাথর ও বালুভর্তি ৩টি বাল্কহেডসহ ৬টি ট্রলার ডুবির ঘটনায় ওই তিন শ্রমিক নিখোঁজ হন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তিন শ্রমিক হলেন,স্বরূপকাঠির বালিহারি গ্রামের রুহুল আমিন (৫৯) ও আব্দুস সালাম (৪২) ও বানারীপাড়ার আউয়ার এলাকার জাহাংগীর হোসেন (৬০)। উদ্ধার বা সনাক্ত করা যায়নি নিমজ্জিত বাল্কহেডগুলো। এম বি আল নববী নামক বাল্কহেডের মালিক স্বরূপকাঠির মো. বর্ষাদুজ্জামান মিন্টু জানান এম বি আল নববী,এমবি মহব্বত আলী গাজী ও এমবি রনতরী নামক বাল্কহেড সহ অন্য তিনটি কোষা ট্রলার ঘটনার ৪ দিন পুর্বে সিলেট থেকে পাথর ও বালু ভর্তি করে স্বরূপকাঠি ও বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলার গুলো ডুবে যায়। স্থানীয় জেলেরা দুর্ঘটনায় পতিত ১৫ শ্রমিককে উদ্ধার করে কিন্তু নববী বাল্কহেডের বাবুর্চি জাহাংগীর, মহব্বত গাজীর সুকানী রুহুল ও রনতরীর মিস্ত্রী সালাম নামে তিন শ্রমিক নিখোঁজ হন । আজ শনিবার বিকেল সাড়ে ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শ্রমিকদের কোন সন্ধান পাওয়া যায়নি ।