স্বরূপকাঠিতে শেখ এ্যানির সমর্থকদের সংবাদ সম্মেলন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চাচাত ভাই শেখ হাফিজুর রহমান টোকনের স্ত্রী শেখ এ্যানি রহমানের সমর্থকরা পিরোজপুরের স্বরূপকাঠিতে এক সংবাদ সম্মেলন করেছেন। গত ১৮ সেপ্টেম্বর স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেখ এ্যানির জনসভাকে কেন্দ্র করে অনলাইন নিউজ পোর্টাল ”সাগরকন্যায়” প্রকাশিত সংবাদের প্রতিবাদে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে জগন্নাথকাঠি বন্দরস্থ স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগ নেতা সঞ্জয় কর্মকার। এতে তিনি অভিযোগ করেন ওই নিউজ পের্টালে প্রকাশিত সংবাদটিতে পিরোজপুর-১ আসন ছাড়াও অন্য উপজেলা কাউখালী, ঝালকাঠি ও বানারীপাড়া থেকে লোক সমাগমের কথা বলা হয়েছে যা মিথ্যা এবং ভিত্তিহীন । জনসভায় শেখ এ্যানী রহমানের আত্মীয় এবং সংগঠনের নেতা টুঙ্গিপাড়ার মেয়র ও বানারীপাড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন । তারা এবং তাদের সফরসঙ্গি ব্যাতিত তাদের এলাকা থেকে কোন লোক জনসভায় আসেনি। জনসভায় যারা উপস্থিত হয়েছেন তারা সবাই পিরোজপুর-১ আসনের জনগন। প্রকৃতপক্ষে এ্যানী রহমানের জনসভায় রেকর্ডসংখ্যক লোক সমাগম দেখে তার প্রতিপক্ষরা এমন কুৎসা রটাচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতা মো. আলমগীর হোসেন, উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য পরিমল বৈদ্য, সাবেক ছাত্রনেতা মো. কামাল হোসেন, যুবলীগ নেতা নয়ন ও কৃষকলীগ নেতা নিউটন সমদ্দার।