কমলগঞ্জে ৬৫ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে ৩ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্টানে কমলগঞ্জ পৌরসভা, শমশেরনগর ও মাধবপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারকে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।