পিরোজপুরবাসীর উন্নয়নের জন্যই আমি আপনাদের পাশে এশে দাড়িয়েছি-শেখ এ্যানী রহমান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চাচাত ভাই শেখ হাফিজুর রহমান টোকনের স্ত্রী শেখ এ্যানি রহমান পিরোজপুরের স্বরূপকাঠিতে এক জনসভা করেছেন। মঙ্গলবার বিকেলে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট এর সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন। জনসভায় শেখ এ্যানী রহমান বলেন বিগত দিনগুলোতে যারাই পিরোজপুরের নেতৃত্ব দিয়েছেন তারা কাঙ্খিত উন্নয়ন করতে পারেননি। তাই পিরোজপুরবাসীর উন্নয়নের জন্যই আমি আপনাদের পাশে এসে দাড়িয়েছি। এজন্য আমার উপর প্রতিনিয়ত বাধা ও হুমকি আসছে। জনগন আমার সাথে থাকলে কোন বাধাই আমাকে পরাস্থ করতে পারবেনা। উপজেলা আ.লীগের প্রবীন নেতা মাষ্টার আফসার উদ্দিনের সভাপতিত্বে জনসভায় গত ১১ সেপ্টেম্বর পিরোজপুরে শেখ এ্যানী রহমানের গাড়ী বহরে গুলি ও হামলার প্রতিবাদ ও এ্যানী রহমানের পক্ষে সমর্থন চেয়ে বক্তব্য রাখেন আ.লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাড. চন্ডি চরন পাল, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র আহম্মেদ মির্জা, জেলা আ.লীগ সদস্য মোস্তফা সিকদার, জেলা আ.লীগ নেতা সালাম সিকদার, বানাড়ীপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, গুয়াখো ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, কলাখালী ইউনিয়ন চেয়ারম্যান শুভ, সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দিন, অমূল্য রঞ্জন হালদার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আহসানুল হক আশা ও যুবলীগ নেতা জুয়েল প্রমুখ।