গৌরনদীর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিদের মধ্যেলুৎফর রহমান দীপ বছরের সেরা সভাপতি নির্বাচিত

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলার উত্তর পালরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের ম্যানেজিং কমিটির সভাপতিদের মধ্য থেকে ২০১৮ সালের জন্য বছরের সেরা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, বছরের সেরা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষে গত সোমবার সকালে গৌরনদী উপজেলা শিক্ষা কমিটির সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের ৬টি ক্লাস্টার থেকে নির্বাচিত ৬জন ম্যানেজিং কমিটির সভাপতির ভাইভা অনুষ্ঠিত হয়। ওই ভাইভা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় মোঃ লুৎফর রহমান দীপকে ওইদিন বিকেলে ২০১৮ সালের জন্য গৌরনদী উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা শিক্ষা কমিটির ওই সভায় উপস্থিত ছিলেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হোসনে আরা বেগম প্রমুখ।