স্বরূপকাঠিতে মহিলা কৃষাণীদের নিয়ে সবজি ও ফল বাজারজাত বিষয়ক সেমিনার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে মহিলা কৃষাণীদের নিয়ে সবজি ও ফল বাজারজাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ” সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ (এভিপিআই) প্রকল্পের অধীনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি অফিসের হলরুমে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা অরবিন্দু বিশ্বাস। উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষাণীদের বাজার চাহিদা, তথ্য ব্যবস্থা, ফসল বিক্রির সময়কাল, ফসল কর্তন ব্যবস্থাপনা, পন্যের মান নিশ্চিতকরন বিষয়ের উপর জ্ঞানমূলক আলোচনা করে বক্তব্য রাখেন জেলা বিপনন কর্মকর্তা মো. আ. মন্নান, এভিপিআই প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আফজাল মাহমুদ হোসাইন, এভিপিআই এর ডেন্ডার বিশেষজ্ঞ মাহমুদা আক্তার খান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, আইএফডিসি’র ফিল্ড কর্ডিনেটর শরিফুল ইলম মনি ও মীর মো. আ. মন্নান প্রমুখ। সেমিনারে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইএফডিসির কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।