গৌরনদীর ওসি মুনিরের হেট্রিক শ্রেষ্ঠত্ব অর্জন

গৌরনদী প্রতিনিধি//
গতকাল সোমবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভায় টানা তৃতীয় বারের মত বরিশালের শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোঃ মুনিরুল ইসলাম মুনির। নিজ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে ওসি হিসেবে তিনি এ জেলায় হেট্রিক শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।
জানাগেছে, গতকাল সোমবার সকালে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগষ্ট-২০১৮ মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোঃ মুনিরুল ইসলাম মুনির। এর আগে জুন-২০১৮ ও জুলাই-২০১৮ মাসেও তিনি বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। টানা তিনবার অর্থাৎ হেট্রিক শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওই সভা শেষে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম) শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে ওসি মুনিরুল ইসলাম মুনিরের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।