স্বরূপকাঠিতে সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জন গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে চেক সংক্রান্ত মামলায় ১ বছরের সস্ত্রম কারাদন্ড ও ১০ লক্ষ ৯৬ হাজার টাকা জরিমানা সহ ২টি মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. কামরুল ইসলাম (৪০) এবং মারামারি ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী মো. রাকিব ওরফে কোকেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে গ্রেফতারকৃতদের পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে রবিবার দিবাগত রাতে নেছারাবাদ থানার এসআই সন্জীব কুমার পাহলান, এএসআই শরিফুল ও এএসআই মিজানের নেতৃত্বে পুলিশ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী গ্রাম থেকে কামরুলকে গ্রেফতার করে । কামরুল ওই এলাকার লাল মিয়ার ছেলে। এছাড়াও ওই রাতেই উপজেলার সোহাগদল ইউনিয়নের কৌরিখাড়া এলাকা থেকে কোকেনকে গ্রেফতার করে পুলিশ। কোকেন ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে।