যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেন ফ্লোরেন্সর আঘাত

মো: মাসুম বিল্লাহ,আন্তর্জাতিক ডেস্ক//
মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ফ্লোরেন্স। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে। প্রবল বর্ষণের সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যায়। এতে গাছপালা উপড়ে পড়ে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষ উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ফ্লোরেন্স দুর্বল হয়ে ক্যাটাগরি-১ ঝড়ে পরিণত হয়েছে ও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েক ফুট পানি জমে যেতে পারে, হতে পারে আকস্মিক বন্যা। দুর্বল হয়ে গেলেও হারিকেন ফ্লোরেন্স এখনও অনেক মানুষের প্রাণহানি ঘটাতে সক্ষম। বৃহস্পতিবার রাত থেকেই হাজার হাজার মানুষ নিরাপত্তা শিবিরগুলোতে আশ্রয় নেয়া হয়েছে। নদী-তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষ হারিকেন ফ্লোরেন্স এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।