কুড়িয়ানায় পেয়ারা বাগান পরিদর্শন ও সুধী সমাবেশ স্বাধীনতা সংগ্রামের মত ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত-হর্ষ বর্ধন শ্রিংলা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন ১৯৭১ সনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশের জনগনের পাশে ছিল ভবিষ্যতেও একই ভাবে পাশে থাকবে। মুুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সৈনিকরা একত্রিত হয়ে যুদ্ধ করে অনেকেই প্রান দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী সু-সম্পর্কের যে বীজ বপন করেছিলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকারের মাঝে সে সম্পর্ক অটুট রয়েছে। ভারত সুময়ে-দুসময়ে বাংলাদেশের জনগনের পাশে থাকবে। আজ রোববার সকালে স্বরূপকাঠির কুড়িয়ানা কবিগুরু রবীন্দ্র নাথ কলেজে এক সুধি সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি স্থানীয় বক্তাদের বক্তব্যে কুড়িয়ানায় পাকবাহিনীর লোম হর্ষক অত্যাচার নির্যাতনের বর্ননা শুনে ব্যাথিত হয়ে তার অভিব্যাক্তি প্রকাশ করেন তার বক্তৃতায়। কলেজ কমিটির সভাপতি অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের সভাপতিত্বে স্বাধীনতা যুদ্ধে আটঘর কুড়িয়ানার দুর্বিসহ অবস্থা, হত্যাযজ্ঞ, নির্যাতনের বিভিষিকাময় ঘটনা এবং বর্তমান আর্থ সমাজিক অবস্থার বর্ননা তুলে ধরে বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, শের এ বাংলার দৌহিত্র, শের এ বাংলা ফাউন্ডেশনের সভাপতি ফাইয়াজুল হক রাজু, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, উপাধ্যক্ষ সঞ্জিব কুমার হালদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন তার সফর সংগী ভারতীয় দুর্তাবাসের ফাস্ট সেক্রেটারী রাজেশ উকে, নবনিতা চক্রবর্তী, প্রেস এ্যাটাস রঞ্জন মন্ডল, স্বরূপকাঠির ইউএনও আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠি-কাউখালী সার্কেল) কাজী শাহ নেওয়াজসহ স্থানীয় গন্যমান্য সূধি সমাজ। তিনি কলেজে শিক্ষাবৃত্তি চালুর ঘোষনা দেন। এবং কলেজ পাঠাগারে আনুদান হিসেবে বেশ কিছু বই উপহার দেন। এর আগে হাই কমিমনার আদমকাঠি এলাকায় পেয়ারা বাগানসহ ভাসমান কৃষি ক্ষেত পরিদর্শন করেন।